সাইদ হোসেন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর:
৬০০ টাকার চকলেটে রাইচকুকার, ১৩৫০ টাকার চকলেটে ১৪” রঙ্গীন টেলিভিশন ৫ হাজার টাকার চকলেটে কিনলে একটি ফ্রিজ সহ নানা রকম প্রলোভন দেখিয়ে অভিনব কায়দায় হাজার হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে এক প্রতারক ফেরিওয়ালা।তবে আগুন্তুক এ ফেরিওয়ালার নাম বা পরিচয় জানা সম্ভব হয়নি।
গতকাল রবিবার সকালের দিকে মেহেরপুর শহরের ঘোষপাড়ার ভিতরে বিভিন্ন মুদি দোকানে চকলেট বিক্রয়ের সময় এ প্রতারনার শিকার হয় দোকানীরা।
প্রতারিত দোকানদার সেলিম হোসেন জানান, ফেরিওয়ালার প্রলোভনে পরে ১৩৫০ টাকার চকলেট কিনলে প্রতারক ফেরিওয়ালা তাকে ৩ বয়োম চকলেট দিয়ে বলে আগামী কাল( সোমবার) আপনার বাকী মাল সহ পুরুস্কার পেয়ে যাবেন। কিন্তুসোমবার সন্ধা পর্যন্ত ঐ ফেরিওয়ালার কোন খবর পাওয়া যায়নি। শুধু সেলিম হোসেনই না এমনি প্রতারনার শিকার হয়েছে রাহেলা ও জোসনা সহ বেশ কয়েকজন ছোট মুদি দোকানী।