মেহেরপুর নিউজ,০৮ এপ্রিল:
মেহেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও যুবলীগ নেতা মিজানুর রহমান রিপনের ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে মরহুমমের রুহের মাগফেরতা কামনায় তার পরিবারের পক্ষ থেকে নেয়া হয়েছে নানা কর্মসূচী। মেহেরপুর শহরের বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান, সরকারী শিশু পরিবার এবং মাদ্রাসার ছাত্রদের মধ্যে উন্নতমানের খাবার পরিবেশন, কবর জিয়ারত সহ নানা কিছিু।
উল্লেখ্য, ২০১১ সালের ১ এপ্রিল সন্ধ্যা রাতে শহরের হোটেল বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান রাজধানী শপিং সেন্টারে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তার উপর বোমা হামলা চালায়। এতে মিজানুর রহমান রিপনসহ অপর কাউন্সিলর আবদুল্লাহ বিন হাশেম ও তার দোকানের ২ কর্মচারী আহত হয়। আহত রিপনসহ অন্যদের মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হলে রিপনকে ঢাকায় রেফার্ড করা হয়। সপ্তাহখানেক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর ৮ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় রিপন মৃত্যুবরণ করেন।
