মেহেরপুর নিউজ,২৩ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে সদর উপজেলার এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামানের সভাপতিত্বে সমন্বয় সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার সোনিয়া আখতার, পিরোজপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম, ব্রাকের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, মেহেরপুর ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের চৌধুরী, সুবাহ সামাজিক সংস্থার পরিচালক মঈন উল আলম, সিডিপির পরিচালক তৃপ্তি কণা বিশ্বাস প্রমুখ।
কৃষি ঋন কমিটির সভা অনুষ্ঠিত
সদর উপজেলার কৃষি ঋন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার সোনিয়া আখতার, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক প্রমুখ।