মেহেরপুরের শহরের কাঁসারিপাড়ায় জামাত নেতা এনামুল হকের বাড়িতে গোপন বৈঠক চলাকালে তার স্ত্রী রশিদাসহ জামায়াতের ১২ মহিলা কর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় ৯টি মোবাইল ফোন ও তিন বান্ডিল জিহাদি বই জব্দ করা হয়েছে। তবে জামায়াত নেতা এনামুল হক বৈঠক চলাকালে বাড়িতে ছিলেন না।
আটকৃতরা হলো: বাড়ির মালিক জামায়াত নেতা এনামুলের স্ত্রী রশিদা, শহরের পেয়াদাপাড়ার বজলুর স্ত্রী নাছিমা, হোটেলবাজার পাড়ার জাহাঙ্গীরের স্ত্রী রুশিয়া, ঈদগাহ পাড়ার আজিজুল হকের স্ত্রী রিজিয়া, সাহারুলের স্ত্রী মনোয়ারা ,ষ্টেডিয়ামপাড়ার ইদ্রিস আলীর স্ত্রী রাবিয়া, সামসুলের স্ত্রী জয়নব ,ভূমি অফিস পাড়ার সারাফতের স্ত্রী রেনু, থানাপাড়ার
নুরুল গণীর স্ত্রী হাসিনা, মল্লিকপাড়ার আব্দুস সামাদের স্ত্রী তাহেরা, মাহমুদের স্ত্রী আমিনা, কাঁসারীপাড়ার রফিকুলের স্ত্রী রাশেদা খাতুন।
সদর থানার ওসি আহসান হাবিব বলেন, কাশারিপাড়ায় জামায়াত নেতা এনামুলের বাড়িতে জামায়াতের মহিলা কর্মীদের গোপন বৈঠক চলছে । এমন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সেখানে তার নেতৃত্বে অভিযান চালানো হয়। সেখান থেকে এনামুলের স্ত্রী রশিদাসহ ১২ জন কে আটক করে থানায় নিয়ে আসা হয়। বৈঠকস্থল থেকে ৯টি মোবাইলফোন ও তিন বান্ডিল জিহাদী বই উদ্ধার করা হয়। তিনি আরো বলেন, আটকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এ ঘটনায় মেহেরপুর পুলিশ সুপার হামিদুল আলম দুপুরে প্রেস ব্রিফিং করবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন সদর থানার ওসি আহসান হাবিব।
