মেহেরপুর নিউজ,১৫ অক্টোবর:
মেহেরপুর জেলা আনছার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে আনছার সদস্যদের বাছাই সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার জেলা কমান্ডেন্ট চলতি দায়িত্ব ফেরদৌস আহমেদ উপস্থিত থেকে বাছাই সম্পন্ন করেন। এ সময় চুয়াডাঙ্গার সিও সদন কুমার চাকমা,মেহেরপুরে সিএ আশরাফুল হক, ইউএভিডিও জিএম জামান,মহিবুল হক সেখানে উপস্থিত ছিলেন। প্রাথমিক বাছাইয়ে শতাধিক আনছার সদস্য অংশগ্রহণ করলে তাদের মধ্যে থেকে ১৯জনকে বাছাই করা হয়।