মেহেরপুর নিউজ,২৯ নভেম্বর:
মেহেরপুর পৌরসভা নির্বাচনের দাবিতে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়েছে। এবার মেহেরপুর শহর আওয়ামীলীগের ব্যানারে আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা ২য় দিনের মত শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। পাশাপাশি পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে আহুত টেন্ডারের উন্নয়ন প্রকল্প স্থগিত করার তাগিদ ও জেলা প্রশাসককে স্মারলিপি দিয়েছেন। বিক্ষোভ থেকে অপ্রীতিকর ঘটনার আশংকায় পৌরসভা ও মেয়রের বাসভবনের সামনে রবিবারও আরো বেশি সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিলো।
রবিবার দুপুর ১২ টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগ ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে প্রেসক্লাব প্রাঙ্গনে সমবেত হয়। পরে সেখানে পৌর নির্বাচনের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা
আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মেহেরপুর-১ আসনের (সদর ও মুজিবনগর) সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন, জেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি আশকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, আওয়ামীলীগ নেতা আনারুল ইসলাম, শরিফত ইসলাম, জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি, জেলা মহিলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদিকা সফুরা খাতুন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, যুগ্ম আহবায়ক আব্দুল মতিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, বর্তমান সভাপতি বারিকুল ইসলাম লিজন, জেলা বাস্তহারা লীগের সভাপতি ফিরোজ আলী, সাধারণ সম্পাদক রাফিউল ইসলাম রকি, সদর উপজেলা বাস্তহারা সভাপতি সোহেল আহমেদ, সম্পাদক এস এম রাসেল আহমেদ প্রমুখ।
সমাবেশে সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন বলেন, এর আগে পৌর মেয়র মোতাচ্ছিম বিল্লাহ মতু তার এক কর্মীকে
দিয়ে সীমানা সংক্রান্ত মামলা করিয়ে নির্বাচন বন্ধ করে ১২ বছর মেয়রের দায়িত্ব পালন করেছেন। গত ২০১১ সালের নির্বাচনেও তিনি সেই মামলা সামনে এনে নির্বাচন বন্ধ করার পাঁয়তারা চালাচ্ছিলেন। তখন আমি সংসদ সদস্য হিসেবে বিষয়টি অবগতি হওয়ার পরে দ্রুত ব্যবস্থা নিয়ে পৌর নির্বাচন করানোর ব্যবস্থা নিয়েছিলাম। সেই নির্বাচনেই এই মেয়রই (মোতাচ্ছিম বিল্লাহ মতু) নির্বাচিত হয়েছেন। আবার যখন সারাদেশে স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আলোচনা চলছে ঠিক তখনি তিনি তার কুচক্রী মহল দিয়ে তিনটি মামলা দায়ের করে নির্বাচন বন্ধ করে দিলেন। বর্তমান সংসদ সদস্যর প্রতি তীর ছুড়ে সাবেক সংসদ সদস্য জয়নাল বলেন, এলাকায় কানা ঘোষা চলছে আপনি ( ফরহাদ হোসেন) পৌর নির্বাচন বন্ধ করার জন্য ডিও লেটার দিয়েছেন। মেয়রের দেয়া গাড়িতে চড়ে, তার রেষ্টহাউসে থেকে তার বিরুদ্ধে যাওয়া যায় না। নির্বাচনে কে জিতবে সেটা কোনো কথা নয়। আমরা যারা আওয়ামীলীগ করি তারা সকলেই পৌর নির্বাচন চাই। মেহেরপুরের মানুষের ভোটের অধিকার চাই। তিনি বলেন, এই মেয়র আমার সময়কালে আওয়ামীলীগের
যোগদানের চেষ্টা করেছিলেন। আমি তাকে দলে নেয় নাই। তাকে বিএনপিও নেয় নাই। আবারও শুনতে পাওয়া যাচ্ছে তিনি নাকি আওয়ামীলীগের যোগদান করতে যাচ্ছেন। বর্তমান জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে হুশিয়াড়ি করে তিনি বলেন, এ ধরনের মানুষকে দলে নিবেন না। আর যদি নেন তাহলে আওয়ামীলীগের নেতাকর্মীদের সামনে আপনারা জবাব দিতে পারবেন না।
সমাবেশ শেষে নেতাকর্মীরা পৌরসভায় গিয়ে পৌরসভার নির্বাহী প্রকৌশলীকে সম্প্রতি টেন্ডার আহবান করা এডিবি এবং ওএফআইডি এর অর্থায়নে প্রায় ১৫ কোটির টাকার উন্নয়ন প্রকল্প স্থগিত করার জন্য তাগিদ দেন। এ সময় নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ আওয়ামীলীগ নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সামনের প্রকল্প স্থগিতের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে জানাবেন বলে জানিয়েছেন। সেখান থেকে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কাছে মেহেরপুর পৌর নির্বাচনের দাবিতে স্মারকলিপি প্রদাণ করেন। জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম তাদের স্মারকলিপি গ্রহণ করেন।
তবে নির্বাচনের ব্যাপারে মেহেরপুর-১ আসনের (সদর ও মুজিবনগর) সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন বলেন, ডিও লেটারের সাথে নির্বাচন বন্ধের কোনো সম্পর্ক নাই। ভোট বন্ধ হয়েছে আমদহ ইউনিয়ন চেয়ারম্যান আনারুল ইসলামের দায়ের করা সীমানা সংক্রান্ত একটি মামলা কারণে। সে মামলার উপর নির্ভর করে উচ্চ আদালতের আদেশে নির্বাচন বন্ধ রয়েছে। ডিও লেটার সম্পর্কে সংসদ সদস্য বলেন, এ ধরনের সীমানা সংক্রান্ত ঘটনায় যে কোনো সময়ে মামলা হয়ে নির্বাচন বন্ধ হতে পারে । এ ধরণের সমস্যা নিষ্পত্তি করে সময়মত নির্বাচন করা যায় তার ব্যবস্থা নেয়ার জন্য স্থানীয় সরকার মন্ত্রানালয়ের সচিবকে দেড় বছর আগে ডিও লেটার দিয়েছিলাম। কিন্তু সাবেক সংসদ সদস্য আমার উপর অপরাজনীতির দোহায় দিচ্ছেন। নির্বাচন নিয়ে ফরহাদ হোসেন বলেন, প্রত্যোক নাগরিকের ভোটের অধিকার রয়েছে। সেই অধিকারের লক্ষ্যে নির্বাচন কমিশনের এক পরিচালকের সাথে আমার কথা হয়েছে । দ্রুত নির্বাচনের ব্যবস্থা যাতে করা যার তার জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান।