মেহেরপুর নিউজ, ১৪ মার্চ:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে সোনাগাজী উপজেলা বিএনপি নামের একটি ফেসবুক একাউন্ট থেকে প্রকাশ করা ছবি মেহেরপুর শহর সমাজসেবা কর্মকতা মো: আতাউর রহমান তার ফেসবৃক একাউন্ট থেকে শেয়ার করার অভিযোগ তার বিচারের দাবিতে শহরের বিক্ষোভ, শহর সমাজসেবা কার্যালয় ঘেরাও কর্মসূচী পালন করেছে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচী পালন করে।
সরকারী কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মেহেরপুর কোর্ট সড়কের শহর সমাজসেবা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা কার্যালয় ভবনটি ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করে। জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলামের লিজনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা রুবেল, জুনায়েদ ইমতিয়াজ জুলফিকার, রাশেদুল ইসলাম আনন্দ প্রমুখ। অফিস ঘেরাও কর্মসূচী শেষে তারা ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসকের কাছে দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন বলেন, আতাউর রহমান একজন সরকারী কর্মকর্তা হয়ে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেসবুকে শেয়ার করার স্পর্ধা কোথায় থেকে পায়। তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা না হলে আরো বৃহত্তর আন্দোলনের কর্মসূচী গ্রহন করা হবে।