মেহেরপুর নিউজ,১৪ মার্চ:
মেহেরপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চার যুবক নিহত হয়েছে। নিহতরা হলো- উপজেলার সোনাপুর গ্রামের কর্মকার পাড়ার ভাদু হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৬), রশোময় কর্মকারের ছেলে রমেশ কর্মকার (২৩), টুঙ্গি গ্রামের মনিরুল ইসলামের ছেলে সোহাগ হোসেন (২৩) ও পিরোজপুর গ্রামের কামাল হোসেনের ছেলে কামরুজ্জামান কানন (২৫)।
মঙ্গলবার ভোর রাত ৩টার দিকে মেহেরপুর-আটকবর সড়কের সদর উপজেলার নুরপুর মোড়ের একটি ক্ষেতে এ বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রমেশ ছাড়া বাকি তিনজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবিবসহ পুলিশের সাত সদস্য আহত হয়েছে। বাকি আহতরা হলেন, এসআই তারিক আজিজ, রফিকুল ইসলাম, কনষ্টেবল আব্দুল মান্নান, আব্দুল ওয়াহেদ, মিথান সরকার, শহিদুল ইসলাম। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার, একটি কাটা রাইফেল, ১১টি বোমা, ২টি ছোরা, ২টি রামদা উদ্ধার করা হয়েছে।
নিহতরা কোন চরমপন্থী সংগঠনের সদস্য না হলেও তাদের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে ওই সংগঠনগুলো ব্যবহার করে থাকতে পারে বলে প্রাথমিক ধারণার ভিত্তিতে পুলিশ সুপার সংবাদ সম্মেলনে জানিয়েছেন। তারা সম্প্রতি মেহেরপুর সদর উপজেলার সোনাপুর গ্রামে দুই আওয়ামীলীগ কর্মী আব্দুল মজিদ ও আশাদুল ইসলাম হত্যাকান্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে তিনি জানান।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় মেহেরপুর-আটকবর সড়কের নুরপুর মোড়ের একটি ক্ষেত্রে আটক আসামিদের নিয়ে অভিযান চালাতে গেলে তাদের সহযোগীরা আসামিদের ছিনতাই করার চেষ্টায় পুলিশের উপর গুলি বর্ষন করে। পুলিশ তখন আত্মরক্ষার্থে তাদের উপর ৪২ রাউন্ড পাল্টা গুলি বর্ষন করলে উভয় পক্ষের মধ্যে বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে আসামীদের সহযোগীদের ছোড়া গুলিতে ওই চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সহকারী পুলিশ সুপার আহসান হাবিবসহ ৭ পুলিশ সদস্য আহত হয়। পরে তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়েছে।
মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবু এহসান রাজু জানান, রাত পৌনে ৪ টার দিকে গুলিবিদ্ধ চার জনকে হাসপাতালে নিয়ে আসে পুলিশ। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। লাশের ময়না তদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, বন্ধুকযুদ্ধের ঘটনায় নিহতদের মধ্যে কামরুজ্জামান কাননের বিরুদ্ধে হত্যাাসহ ৫টি, সোহাগ হোসেনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে ২টি, সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিষ্ফোরক আইনে ১টি মামলা রয়েছে। রমেশ কর্মকারের বিরুদ্ধে কোন মামলা নেই।
সোনাপুর গ্রামে সাদ্দামের হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, সাদ্দাম হোসেনের মা আকলিমা খাতুন ছেলের শোকে মাটিতে আছড়িয়ে আহাজারি করছে আর বিলাপ বকছে। তার স্ত্রীও স্বামীর শোকে পাগলপ্রায়।
আকলিমা খাতুন জানান, ভোটের সময় আরজান মেম্বারের হয়ে ভোট করেছিল সাদ্দাম হোসেন। তার এক সপ্তাহ পর থেকে সে বাড়ি ছাড়া। তার পর থেকে সে আর বাড়িতে আসেনি পুলিশের ভয়ে। সে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতো। মাঝে মধ্যে মোবাইলে কথা হতো। গত কাল তাকে পুলিশ কাজ করা অবস্থায় ধরে নিয়ে এসে মেরে ফেলেছে।
কামরুজ্জমানের কাননের পরিবারের সদস্যরা মর্গে থাকায় কথা বলা সম্ভব হয়নি। তার প্রতিবেশীরা জানান, দির্ঘদিন ধরে কানন এলাকা থেকে গা ঢাকা দিয়ে ছিলে। সে এক মুহুর্তের জন্য বাড়িতে আসলে তার পরপরই তাকে ধরতে পুলিশ চলে আসতো। পুলিশের ভয়ে সে বাড়িতেই থাকতো পারতো না।
জেলা পুলিশের সংবাদ সম্মেলন:
বন্ধুকযুদ্ধে চার যুবকের নিহতের ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে সকাল ১১ টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিছুর রহমান ঘটনার বিবরণ দেন।
পুলিশ সুপার বলেন, মেহেরপুর সদর থানার একটি দল ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ৬ মার্চ সদর উপজেলার কাঠালপোতা গ্রামে আব্দুল মজিদ ও আসাদুল ইসলাম হত্যা মামলা সন্দিগ্ধ আসামি সাদ্দাম হোসেন, রমেশ কর্মকর্তা, কামরুজ্জামান কানন, সোহাগকে প্রেপ্তার করে মেহেরপুরে নিয়ে আসে। আসামিদের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা তারা স্বীকার করেছে। তাদের স্বীকারোক্তী অনুযায়ী হত্যাকান্ডে সহযোগী আসামিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও বোমাউদ্ধার করা জন্য তাদের সাথে করে মেহেরপুর সদর উপজেলার নুরপুরে গেলে তাদের সহযোগীরা আসামিদের ছিনতাই করার চেষ্টায় পুলিশের উপর গুলি বর্ষন করে। পুলিশ তখন আত্মরক্ষাথে পাল্টা গুলি বর্ষন করলে উভয় পক্ষের মধ্যে বন্ধুকযুদ্ধের ঘটনা ঘটে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাহমুদ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী উপস্থিত ছিলেন।
তবে এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার আনিছুর রহমান বলেন, নিহতরা কোন চরমপন্থী সংগঠনের সদস্য নয়। বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে চরমপন্থীরা তাদের ব্যবহার করতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন। তিনি আরো জানান, বিষয়টি নিয়ে আরো তদন্ত চলছে।
এলাকায় মিষ্টি বিতরণ ও মিশ্র প্রতিক্রিয়া:
এদিকে বন্ধুকযুদ্ধে চারজন নিহত হওয়ার ঘটনায় এলাকায় কিছু লোকজন আনন্দ উল্লাস করে মিষ্টি মুখ করেছে। পিরোজপুর ইউনিয়নের ৩ ন¤^র ওয়ার্ডের সদস্য ওয়াহেদুর রহমান ডাবলুর নেতৃত্বে ওই এলাকার কিছু মানুষজন ওই উল্লাস প্রকাশ করে। তবে নিহতদের প্রতিবেশীদের মধ্যে শোকের আবহ বিরাজ করতে দেখা গিয়েছে।
ইউপি সদস্য ওয়াহেদুর রহমান ডাবলু জানান, পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে চার সন্ত্রাস নিহত হওয়ায় আমরা এলাকায় শান্তিতে ঘুমাতে পারবো। দুমঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারবো।
তবে বিষয়টি নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। কিছু লোক এলাকায় শান্তি ফিরে আসবে বললেও কিছু লোক বন্ধুকযুদ্ধের ঘটনাকে পুলিশের সাজানো হত্যাকান্ড বলে দাবি করেছেন। তবে তারা পরিচয় জানাতে অস্বীকার করেছেন।
স্থানীয়রা জানান, নিহতরা সরাসরি গত ইউপি নির্বাচনে ৭ নম্বর ইউপি সদস্য আরজান আলীর সক্রিয় কর্মী হিসেবে কাজ করেছেন। আরজান আলীর বিপরীতে নির্বাচন করে পরাজিত হন সাবেক ইউপি সদস্য ও মামলত হোসেন। গত ৬ মার্চ সোনাপুর গ্রামের দুই আওয়ামলীগ কর্মী হত্যাকান্ডের জড়িত সন্দেহে পুলিশ ওই দিনই মামলত হোসেনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ওই দুজনও আরজান আলীর সক্রিয় কর্মী ছিল। আরজান আলীর সমর্থকরা ওই হত্যাকান্ডের সাথে জড়িত কিভাবে এ নিয়ে এলাকাবাসী মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।