মেহেরপুর নিউজ, ২২ মার্চ :
মেহেরপুর জেলা প্রসাশনের উদ্যোগে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সহযোগিতায় বুধবার পানি দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালীর আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রসাশক ডা. সাইফুল ইসলাম, ব্যবস্থাপক মাহাবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আনোয়ার আলী, কৃষি কর্মকর্তা স্বপন কুমার, পলাশি পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন প্রমূখ। এর আগে পানি দিবস উপলক্ষে একটি র্যালী বের করা হয়। অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীরের নেতৃত্বে র্যালীটি জেলা প্রসাশন চত্বর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। র্যালীতে অন্যদের মধ্যে ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রসাশক ডা. সাইফুল ইসলাম, ব্যবস্থাপক মাহাবুবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আনোয়ার আলী, কৃষি কর্মকর্তা স্বপন কুমার, পলাশি পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশারফ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
