মেহেরপুর নিউজ,০৮ এপ্রিল:
মেহেরপুরের গাংনীতে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও হেরোইন সহ দুজন কে আটক করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার কাজিপুর ও ধর্মচাকী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,দৌলৎপুর উপজেলার ধর্মদহ গ্রামের কুরবান আলীর ছেলে আলতাফ হোসেন (৩৮) ও গাংনী উপজেলার ধমচাকী গ্রামের আব্দুল কাদেরের ছেলে মুনজুরুল ইসলাম মঞ্জু (৩৭)।
গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, দৌলৎপুর উপজেলার ধর্মদহ গ্রামের কুরবান আলীর ছেলে আলতাফ হোসেন গাংনীর কাজিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় ইয়াবা নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৮ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। অপরদিকে ধমচাকী গ্রাম থেকে মুঞ্জুরুল ইসলাম মঞ্জু কে ৪ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের পুর্বক আদালতে সোপর্দ করা হয়েছে। আলতাফ হোসেনের বিরুদ্ধে মাদক ব্যবসা ও মুনজুরুল ইসলাম মঞ্জু’র বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ রয়েছে বলে জানান গাংনী থানার ওসি আনোয়ার হোসেন।
