মেহেরপুর নিউজ, ১১ জানুয়রী:
মেহেরপুরে রাতে ঘুরে ঘুরে শীর্তাত মানুষের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা মানবকন্ঠ সেতুবন্ধনের সদস্যরা।
বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকায় দৈনিক মানবকন্ঠ’র জেলা প্রতিনিধি মুজাহিদ মুন্না ও জেলা সেতুবন্ধনের সভাপতি শওকত আরা মিমির নেতৃত্বে সেতুবন্ধনের সদস্যরা এ কম্বল বিতরণ করেন।
এসময় মেহেরপুর সরকারী কলেজের প্রভাষক ও জেলা সেতুবন্ধনের উপদেষ্টা মুন্সি এএইচএম রাশেদুল হক, মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক ও কালেরকন্ঠ প্রতিনিধি ইয়াদুল মোমিন, জেলা সেতুবন্ধনের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মিলন, সাংগঠানিক সম্পাদক ওমর ফারুক খান, অর্থ সম্পাদক আব্দুল মান্নাফ, প্রচার ও গণসংযোগ সম্পাদক জামিউল ইসলাম জীবন, সরকারী মহিলা কলেজ শাখার সভাপতি সামলা ইসলাম সেতু, সদস্য বৈশাখী খাতুন, জাগো মেহেরপুরের যুগ্ম আহবায়ক আব্দুল আলিম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।