মেহেরপুর নিউজ, ১৪ জানুয়ারী:
মেহেরপুর শহরে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে সিগেরেটের প্রচারপত্র থাকায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাঠান সাইদুজ্জামান এ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, ভ্রাম্যমান অভিযান চালিয়ে সিগেরেটের প্রচারপত্র থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এ জরিমানা করা হয়। পরে প্রচারপত্র গুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।