মেহেরপুর নিউজ:
রিকশার বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে ওঠা ইজিবাইক এখন শুধু মানুষ নয়, পশুবাহনের ক্ষেত্রেও ব্যবহৃত হচ্ছে। পরিবেশবান্ধব এই ব্যাটারি চালিত বাহনটি অল্প সময়ের মধ্যেই নগর ও গ্রামীণ পরিবহণে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে।
ইজিবাইক, যাকে অনেকে ই-রিকশা, টোটো কিংবা ই-ট্রাইসাইকেল নামেও চেনেন, মূলত একটি তিন চাকার ব্যাটারি চালিত যান। এটি রিকশার তুলনায় বেশি গতিসম্পন্ন, খরচ সাশ্রয়ী এবং সহজে অলিগলি বা ছোট রাস্তা দিয়ে চলাচল করতে পারে। ফলে এটি শহর ও গ্রাম—দুই জায়গাতেই যাত্রী পরিবহণের অন্যতম প্রধান মাধ্যম হয়ে উঠেছে।
প্রথম দিকে ইজিবাইক ব্যবহার হতো মূলত শখের বসে ঘুরে বেড়ানোর জন্য। কিন্তু সময়ের সাথে সাথে এটি রিকশা তো বটেই, অনেক ক্ষেত্রে বড় যানবাহনের বিকল্প হিসেবেও ব্যবহৃত হচ্ছে।
বর্তমানে শুধু মানুষ বহনেই নয়, গরু, ছাগল, ভেড়া ইত্যাদি পশু পরিবহণেও ইজিবাইক ব্যবহার করা হচ্ছে নিয়মিত। গ্রামীণ হাট-বাজারে বা পশুর হাটে গবাদি পশু আনা-নেওয়ার জন্য এটি সহজ, সাশ্রয়ী ও দ্রুতগামী একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে।
এটিকে পরিবেশবান্ধব, কোলাহলমুক্ত ও সহজলভ্য একটি যান হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার বহুমুখী ব্যবহার দিন দিন বাড়ছেই।