মেহেরপুর নিউজ :
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০০৯ ও ২০১১ এর প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রবিবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।প্রীতি ফুটবল ম্যাচে ২০১১ এসএসসি ব্যাচ জয় লাভ করে খেলায় ২০১১ ব্যাচ ৪-০ গোলে ২০০৯ ব্যাচকে পরাজিত করে। বিজয়ী দলের সুমন, সুজন ও মাসুদ একটি করে গোল করে এবং আত্মঘাতী একটি গোল হয়।
এই খেলাই ২০১১ ব্যাচ এর গোলকিপার রেজাকে ম্যান অফ দ্যা ম্যাচ ঘোষণা করা হয়েছে।খেলায় ২০১১ ব্যাচ এর হয়ে অংশগ্রহণ করেন মান্নাফ ,মামুর,মাসুদ,সাব্বির, অভিক,সাইফুল, সুজন,তুষার, সুমন প্রমুখ ও ২০০৯ ব্যাচের হয়ে খেলায় অংশগ্রহণ করেন কিরন,পারভেজ, আকিব,মিঠু,ইমরান, রাজু,নয়ন প্রমূখ