মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ নভেম্বর:
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে মোটর সাইকেল উল্টে মোকসেদুল নামের এক চালক অঅহত হয়েছে। অপরদিকে, গাংনীর মহিষখেলায় মোটরসাইকেল ও আলামানরে মুখোমুখি সংঘষে রফিকুল নামের একজন আহত হয়েচে। আহত দু জনই বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে সদর উপজেলার শ্যামপুর গ্রামের নাজির উদ্দিনের ছেলে মোটরসাইকলে যোগে সাহারবাটি যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তায় উল্টে পড়ে। এতে সে মারাত্মক অঅহত হয়।
এদিকে দুপুরের দিকে গাংনী উপজেলা মুহিষখোলা গ্রামে মোটরসাইকেল ও আলগামনের সাথে মুখোমুখি সংঘষে আতিয়ারের ছেলে রফিকুল আহত হয়।